গভীর সমুদ্র থেকে জেলেরা মাছ শিকার করে নিয়ে আসেন ফিশারি ঘাটে। এরপর ঘাটে হামলে পড়েন মাছ ব্যবসায়ীরা, শুরু হয় বিকিকিনির ধুম।
চট্টগ্রাম ফিশারি ঘাটে পাওয়া যায়- লাক্ষ্যা, ইলিশ, কই কোরাল, দাতিনা কোরাল, রেড স্নাপার, ভেটকি, সুরমা, কাটল ফিশ, দেশি স্কুইড, রূপচাঁদা, ম্যাকারে, শ্রিম্প, টুনা, স্যামন, ম্যাকরেল, সারডিন, স্কুইড, লবস্টার, টুনা কড, ছুরি, পোপা, ফাইস্যা, লইট্যা, ইছা চোক্ষা, চাপা, চাপিলা, রিকসা মাছ উল্লেখযোগ্য।
তবে শুধু সাগরের মাছ নয়, এখানে মেলে মিঠা পানির মাছও। বিভিন্ন উপজেলার পুকুর-খামার থেকে সংগ্রহ করা রুই, কাতল, বোয়াল, কই, মাগুর মাছও নিয়ে আসেন বিক্রেতারা।
ভোরের আলো ফোটার আগেই ক্রেতারা হাজির হন ফিশারি ঘাটে। মাছ বোঝাই ট্রলার ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গে কেউ কেউ উঠে ট্রলারেও উঠে পড়েন পছন্দের বড় মাছটি নিতে, তা দাম যতই হোক। এরপর ভোরের নরম আলো মাথায় নিয়ে মাছসমেত হাসিমুখে গন্তব্যে ফেরেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এসএস/টিসি/এমজেএফ