শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল চারটায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর পুলক সরকারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
পুলক সরকার দৈনিক নয়াবাংলা, বিভিন্ন সংবাদ সংস্থায় সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন।
বিএফইউজে নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার সদগতি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বাংলানিউজকে জানান, পুলক সরকারের অসহায় পরিবারের জন্য বিএফইউজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এআর/টিসি