শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার জেলার উখিয়ার পাতাবাড়ি গ্রামে রেবতপ্রিয় মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একুশে পদকপ্রাপ্ত গুণীজন ও উপসংঘরাজ সত্যপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে সভায় ওবায়দুল কাদের বলেন, বিশ্বে গৌতম বুদ্ধ অহিংসার বাণী প্রচার করেছেন।
বৌদ্ধদের সুরক্ষায় আগামীতেও আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানান সেতুমন্ত্রী।
সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি, কক্সবাজার-৩ (রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জেলা পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।
প্রধান বক্তা ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
বক্তারা বলেন, রেবতপ্রিয় মহাথের উখিয়াসহ কক্সবাজারের বৌদ্ধ জনগোষ্ঠীর উন্নয়নে আমৃত্যু কাজ করেছেন। মানুষকে যুক্তি-উপমা দিয়ে বুদ্ধের বাণী বুঝিয়ে দিতে অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তিনি। আবাল্যব্রহ্মচারী রেবতপ্রিয় সারাজবন মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। তারই প্রচেষ্ঠায় উখিয়ার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে। জীবদ্দশায় তিনি গরিব মানুষের সাহায্যে এগিয়ে আসতেন।
চলতি বছরের ১৩ মার্চ রেবতপ্রিয় মহাথের বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন।
তিনদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে বক্তব্য রাখেন উপসংঘরাজ শীলানন্দ মহাথের, সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি অজিতানন্দ মহাথের, চবি পালি বিভাগের চেয়ারম্যান ড. জিনবোধি ভিক্ষু, জ্ঞানলংকার মহাথের, ড. সুনন্দপ্রিয় ভিক্ষু, এস লোকজিৎ থের, দেবমিত্র মহাথের, কুশলায়ন মহাথের, প্রজ্ঞাবোধি মহাথের, কে জ্যোতিসেন থের, জ্যোতিকল্যাণ ভিক্ষু, শিক্ষক প্লাবন বড়ুয়া, অনিল বড়ুয়া, রাফুল বড়ুয়া আদিত্য প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এসবি/টিসি/এসএইচ