ওই যুবকের নাম সাইফুল ইসলাম শাকিল (২৪)।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে বোর্ড অফিসের সামনে রাস্তা পারাপারের সময় তিনি দুর্ঘটনায় পড়েন।
নিহত শাকিলের বাড়ি ঘটনাস্থলের অদূরেই। তার বাবার নাম মিজানুর রহমান।
জেলা পুলিশের মেডিকেল ১ টিমের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি হাইস গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হন শাকিল। দুপুর ১২টা ১০মিনিটের দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
টিএইচ/টিসি