রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যে সাড়ে ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে খুদে শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে হলভর্তি দর্শককে।
অনুষ্ঠানে দুটি পূর্ণাঙ্গ শ্রুতি প্রযোজনা ‘তারাই মানুষ, তারাই দেবতা’ এবং ‘ভূতের জাদু’র পাশাপাশি একক আবৃত্তি পরিবেশন করে শিশুরা।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চট্টগ্রাম জেলা সংগঠক নারগীস সুলতানা।
তিনি বলেন, শিশুদের ভেতরই আগামীর বাংলাদেশ। এরাই আমাদের ভবিষ্যৎ। এদের চোখে সুন্দর বাংলাদেশ আমাদের আশান্বিত করে।
শিশুদের নিয়ে ধারাবাহিক আয়োজন নিয়ে বোধনের সভাপতি সুজিত রায় বলেন, আঁধার ভেঙে এসব সকালবেলার পাখিই গর্বিত করবে আমাদের। তাই এদের নিয়ে স্বপ্ন আমাদের জয়যাত্রার পথ দেখায়।
সঞ্চালনায় ছিলেন বোধনের শিশুশিল্পী সৈয়দা মাহশুরাতুল আতকিয়া এবং বিদ্যাশ্রেয়া তলাপাত্র।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এআর/টিসি