রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নগরীর হালিশহর এলাকা থেকে ফয়সালকে আটক করা হয়েছে।
পুলিশ পরিদর্শক রহুল আমিন বাংলানিউজকে বলেন, হারুনুর রশিদকে যে মিছিল থেকে গুলির কথা বলা হচ্ছে সেই মিছিলে অংশ নিয়েছেন ফয়সাল।
এর আগে একই ঘটনায় গত ১৭ ডিসেম্বর এজাহারভুক্ত আসামি জসিম উদ্দিন ওরফে তোতলা জসিমকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।
গত ৩ ডিসেম্বর নগরীর কদমতলীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কাছাকাছি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন হারুন।
তিনি নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত দস্তগীর চৌধুরী ভাতিজা ছিলেন। এছাড়া সদরঘাট থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এ হত্যাকাণ্ডের পর থেকে যুবলীগ-ছাত্রলীগকে দায়ী করে আসছেন বিএনপি নেতারা।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
আরডিজি/টিসি