ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হোটেল সেন্ট মার্টিনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
হোটেল সেন্ট মার্টিনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হোটেল সেন্ট মার্টিনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম: হোটেল সেন্ট মার্টিন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে হোটেলের কাকলী হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেনচেয়ারম্যান এএসএম জাকির হোসেন মিজান। ব্যবস্থাপনা পরিচালক সুফি আহমেদ ভুঁইয়া, নির্বাহী পরিচালক সামসুল হুদা হিরু,  শেয়ারহোল্ডার ব্যবসায়ী আজিজুর রহমান, কামরুল হুদা আফরোজ, নাসিমা বেগম বক্তব্য রাখেন।

শেয়ারহোল্ডাররা সুষ্ঠভাবে হোটেল পরিচালনা করায় পরিচালনা পর্ষদের প্রতি সন্তোষ প্রকাশ করেন। সভায় নির্বাহী পরিচালক কামরুল হাছান, সুলতান মো. আলমগীর উপস্থিত ছিলেন।

সভায় ২০১৬-১৭ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোম্পানি সেক্রেটারি গোলাম সরওয়ার চৌধুরী। নিরীক্ষিত হিসাব সভায় অনুমোদিত হয়।

সভায় শেয়ারহোল্ডারদের জন্য পাঁচ শতাংশ ডিভিডেন্ট ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৭ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।