ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাসায় যুবকের রহস্যজনক মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
বাসায় যুবকের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রাম: নগরীর ইপিজেড থানার ফ্রিপোর্ট এলাকায় মোশাররফ হোসেন (২৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মোশাররফের বন্ধু খিচুনিতে তার মৃত্যু হয়েছে বলে দাবি করলেও পুলিশ বিষয়টি আরো খতিয়ে দেখার কথা জানিয়েছে।

শুক্রবার (০৫ জানুয়ারি) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মোশাররফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মোশাররফ কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার মো.শাহজাহানের ছেলে।

 নগরীর ফ্রিপোর্ট এলাকায় গাজী কমপ্লেক্সের ষষ্ঠ তলায় ব্যাচেলর কক্ষে বন্ধু আউয়ালের সঙ্গে থাকতেন মোশাররফ।

ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, মোশাররফ ও আউয়াল ‍দুজনই ইপিজেডে গার্মেন্টসে কাজ করেন।

  ভোরে মোশাররফকে হাসপাতালে নিয়ে যায় আউয়াল।   ডাক্তার মৃত ঘোষণা করলেও ময়নাতদন্তের মাধ্যমে তার মৃত্যুর সঠিক কারণ জানার কথা বলেছেন।

‘আউয়াল জানিয়েছেন হঠাৎ খিচুনির কারণে মোশাররফ অসুস্থ হয়ে পড়েন।   একেবারে দাঁতে দাঁত লেগে যায়। আমরা আউয়ালের কথা পুরোপুরি বিশ্বাস করছি না।   সন্দেহজনক কিছু খাওয়ানোর কারণেও সমস্যা হতে পারে।   আমরা আউয়ালকে জিজ্ঞাসাবাদ করছি। ’ বলেন এসআই জিল্লুর

মোশাররফের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।   মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এসআই জিল্লুর।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।