ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাথায় গ্লাস শিট পড়ে শ্রমিকের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
মাথায় গ্লাস শিট পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম: নগরীতে ট্রাক থেকে নামানোর সময় গ্লাস শিট মাথায় পড়ে হারুনুর রশিদ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটেছে।

হারুনুর রশিদ নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ বাংলানিউজকে বলেন, একটি থাই গ্লাস ও অ্যালুমিনিয়ামের সামগ্রীর দোকানের সামনে শ্রমিক হারুনুর রশিদ ট্রাক থেকে গ্লাস শিট নামাচ্ছিলেন।   অসর্তকর্তাবশত একটি গ্লাস শিট তার মাথায় পড়ে তিনি মারাত্মক আঘাত পান।

আহত অবস্থায় হারুনুর রশিদকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।