শুক্রবার (০৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
হারুনুর রশিদ নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ বাংলানিউজকে বলেন, একটি থাই গ্লাস ও অ্যালুমিনিয়ামের সামগ্রীর দোকানের সামনে শ্রমিক হারুনুর রশিদ ট্রাক থেকে গ্লাস শিট নামাচ্ছিলেন। অসর্তকর্তাবশত একটি গ্লাস শিট তার মাথায় পড়ে তিনি মারাত্মক আঘাত পান।
আহত অবস্থায় হারুনুর রশিদকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
আরডিজি/টিসি