চট্টগ্রাম: নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট রেলগেইট এলাকায় একটি পোশাক কারখানায় আগুনে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে ব্যবসায়ী দিলীপ দত্তের মালিকানাধীন ইউনিটি ফ্যাশন লিমিটেডে আগুন লাগে।
চট্টগ্রামের ফায়ার সার্ভিস কার্যালয়ের অপারেটর (লিডার) বিশ্বান্তর বড়ুয়া বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগেছিল।
আগ্রাবাদ, নন্দনকানন ও বন্দর ফায়ার স্টেশন থেকে ৭টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত ৩টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ওই কারখানার কাটিং ও ফিনিশিং সেকশনের বিভিন্ন মালামাল পুড়ে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
আরডিজি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।