শুক্রবার (৪ জানুয়ারি) দুপুরে হাটহাজারী উপজেলার গড়দুয়ারার গচ্ছাখালি খালের মাস্টার বাড়ির কালভার্টের নিচ থেকে এটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো.মনজুরুল কিবরীয়া।
তিনি জানান, সকালে স্থানীয়রা ডলফিনটি দেখতে পায়।
তিনি বলেন, ‘এই নিয়ে গত তিনমাসে ১৫টি ডলফিন মরে ভেসে উঠার খবর এলো। বালু তোলার ড্রেজার বা যন্ত্রচালিত বড় নৌযানের প্রপেলারের সঙ্গে লেগে আঘাতের কারণে ডলফিনগুলো মরে যাচ্ছে। তাই এটি নিয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। ’
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ৫ জানুয়ারি ২০১৭
জেইউ/টিসি