ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় ফের মরা ডলফিন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
হালদায় ফের মরা ডলফিন ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ফের মরে ভেসে উঠেছে একটি বিপন্ন প্রজাতির ডলফিন। এটি লম্বায় প্রায় ৭ ফুট। ওজনও আগে উদ্ধার হওয়া ডলফিনের সমান, প্রায় দুই মণ।

শুক্রবার (৪ জানুয়ারি) দুপুরে হাটহাজারী উপজেলার গড়দুয়ারার গচ্ছাখালি খালের মাস্টার বাড়ির কালভার্টের নিচ থেকে এটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো.মনজুরুল কিবরীয়া।

তিনি জানান, সকালে স্থানীয়রা ডলফিনটি দেখতে পায়।

পরে উপজেলা মৎস কর্মকর্তার লোকজন গিয়ে এটি উদ্ধার করে। এটি বুধবার (৩ জানুয়ারি)উদ্ধার হওয়া ওই ডলফিনের সমান।

তিনি বলেন, ‘এই নিয়ে গত তিনমাসে ১৫টি ডলফিন মরে ভেসে উঠার খবর এলো। বালু তোলার ড্রেজার বা যন্ত্রচালিত বড় নৌযানের প্রপেলারের সঙ্গে লেগে আঘাতের কারণে ডলফিনগুলো মরে যাচ্ছে। তাই এটি নিয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। ’

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ৫ জানুয়ারি ২০১৭

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।