শুক্রবার (০৫ জানুয়ারি) বিকেলে দুই দিনব্যাপী সম্মেলনের কাউন্সিল অধিবেশনে ধীষাণ সভাপতি এবং অপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সংবাদ বিজ্ঞেপ্তিতে বলা হয়েছে, ৩৩ সদস্যের ওই কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাহবুবা জাহান রুমি।
৩০ তম সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন, চবি সংসদের বিদায়ী সভাপতি মেহেদী হাসান নোবেল এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক জাকারিয়া খন্দকার বাধন।
কাউন্সিল অধিবেশনে আরও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জি এম জিলানী শুভ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য অভিজিৎ বড়ুয়া ও অটল ভৌমিক।
নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি জি এম জিলানী শুভ।
নতুন কমিটির সভাপতি ধীষণ ইংরেজি বিভাগ এবং অপু প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) চবি ছাত্র ইউনিয়নের দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক রঞ্জিত দে।
সম্মেলন উপলক্ষে ছাত্র-শিক্ষক কনভেনশনে উপস্থিত ছিলেন অধ্যাপক রাহমান নাসির উদ্দিন ও মাসুম আহমেদ।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
আরডিজি/টিসি