ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

উদ্ধারে গিয়ে পা হারাচ্ছেন ফায়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
উদ্ধারে গিয়ে পা হারাচ্ছেন ফায়ারম্যান

চট্টগ্রাম: ট্রাকের উদ্ধার কাজ করতে গিয়ে সানা উল্লাহ (৩৫) নামে ফায়ার সার্ভিসের এক ফায়ারম্যানের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (০৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে মিরসরাই উপজেলার ঠাকুরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এর আগে ভোরে একই এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেটির উদ্ধার কাজে অংশ নিতে গিয়েই আহত হন কুমিরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান হিসেবে কর্মরত সানাউল্লাহ।

জেলা পুলিশ মেডিকেল টিম-১ এর মো. আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, সানা ‍উল্লাহ নামে ফায়ারসার্ভিসের এক ফায়ারম্যানকে আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালের ক্যাজুয়েলিটি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

 

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. আবুল হোসেন বাংলানিউজকে জানান, ট্রাকে উদ্ধার কাজ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন আমাদের এক ফায়ারম্যান। তার শরীর থেকে বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে চমেক হাসপাতালে চিকি‍ৎসাসেবা নিচ্ছে। তবে উন্নত চিকিৎসার জন্য ওনাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।