সোমবার বিকেলে নগর বিএনপির পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শোক জানান কেন্দ্রিয় ও নগর বিএনপির নেতারা।
কাজী আবদুল্লাহ আল হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
নেতৃবৃন্দ কাজী আবদুল্লাহ আল হাসানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রোববার দিনগত রাতে নগরীতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল হাসান।
উত্তর জেলা বিএনপির সদস্য সচিব হাসানের মৃত্যু
বাংলাদেশ সময়: ২০০৮ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এমইউ/টিসি