ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রণব মুখার্জি পাচ্ছেন চবির ডিলিট ডিগ্রি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
প্রণব মুখার্জি পাচ্ছেন চবির ডিলিট ডিগ্রি  ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি । ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে ‘সম্মাননাসূচক ডিলিট’ ডিগ্রিতে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ৫২৩তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

১৬ জানুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের আসার কথা রয়েছে বাংলাদেশের এ ঘনিষ্ঠ বন্ধুর।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রণব মুখার্জি ওইদিন দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চবিতে অবস্থান করবেন।

 

১৬ জানুয়ারি প্রণব মুখার্জি আসার পরই চবিতে অনুষ্ঠান শুরু হবে। তার ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রনায়ক মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতার নামে বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল পরিদর্শন করার কথা রয়েছে।

একটি স্পেশাল সমাবর্তনের মাধ্যমে তাকে সম্মাননাসূচক এ ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতা দেবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামরুল হুদা বাংলানিউজকে বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করেই ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মাননাসূচক ডিলিট উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জরুরি সিন্ডিকেট সভায় এটি অনুমোদনও হয়েছে বলে জানান তিনি।

মাস্টারদার স্মৃতি দেখতে প্রণব মুখার্জি আসছেন চট্টগ্রামে

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭

জেইউ/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।