মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোররাতে তাদের গ্রেফতার করে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন বাংলানিউজকে জানান, অভিযানে গ্রেফতার সাতকানিয়ার ৭ নম্বর পৌর ওয়ার্ডের বোয়ালিয়া পাড়া রূপকানিয়ার (জাফর সাদেকের বাড়ি) সিরাজুল হকের ছেলে আবদুল্লাহ আল ফারুক প্রকাশ মো. ফারুক ২০১৩-১৫ সালে জামায়াত শিবিরের তাণ্ডবের সময় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
এ ছাড়া গ্রেফতারি পরোয়ানামূলে জিআর-২৮/১৩ এর পলাতক আসামি উত্তর ঢেমশা মাইজপাড়ার মোহাম্মদ শফির ছেলে মো. শাহাদাত (২৩), জিআর-৬৯১/১৬ এর পলাতক আসামি মনেয়াবাদ পুরানগড়ের মৃত ছালেকের ছেলে মো. ফরহাদ (২৬), সাতকানিয়া থানার মামলা নম্বর-২৪(০৭)১৭ এর সন্দিগ্ধ আসামি পৌরসভার গোয়াজর পাড়ার মফিজুর রহমানের ছেলে মো. জাবেদকে (২০) গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এআর/টিসি