মঙ্গলবার (০৯ জানুয়ারি) সকালে ইউসুফ উদ্দিন খোকাকে কলেজ ক্যাম্পাস থেকে ধরে চকবাজার থানায় দেওয়া হয়। ইউসুফ মহসিন কলেজের বিবিএস প্রথম বর্ষের ছাত্র।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হুদা বাংলানিউজকে বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগের অংশটি একজনকে শিবির কর্মী সন্দেহে ধরে আমাদের কাছে দিয়েছে।
তবে ফেসবুকে ইউসুফ উদ্দিন খোকার টাইমলাইনে গিয়ে দেখা গেছে, কুখ্যাত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী, মীর কাশেম আলীর মুক্তি দাবি করে জামায়াত ইসলামীর অফিসিয়াল পেইজ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য ইউসুফ শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ বিভিন্ন মন্ত্রীদের নামেও কুরুচিপূর্ণ বিভিন্ন বক্তব্য ইউসুফ পোস্ট করেছেন।
মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন বাংলানিউজকে বলেন, ইউসুফ একজন চিহ্নিত শিবির কর্মী। কলেজে সে গোপনে শিবিরের কর্মকাণ্ড সংগঠিত করার সঙ্গে জড়িত। আমরা তাকে ধরে পুলিশের কাছে দিয়েছি।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
আরডিজি/টিসি