মঙ্গলবার (৯ জানুয়ারি) দামপাড়ার বাসায় ভারপ্রাপ্ত সভাপতিকে অভিনন্দন জানান তিনি।
মুজিবুর রহমান আশা প্রকাশ করে বলেন, নতুন সভাপতির নেতৃত্বে নগর আওয়ামী লীগের কার্যক্রমে গতিশীলতা বাড়বে।
ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল। আওয়ামী লীগের আছে গৌরবোজ্জ্বল ইতিহাস।
তিনি নগর আওয়ামী লীগের কার্যক্রম আরও গণমুখী করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, ২৩ নম্বর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এমএ হান্নান, সাধারণ সম্পাদক আসিফ খান, বাকলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমএ মান্নান, যুবলীগ নেতা দস্তগীর আলম, নুরুল মোস্তফা, নগর ছাত্রলীগের উপ-গণশিক্ষা সম্পাদক আবদুল আহাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এআর/টিসি