এর আগেও শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে চারবার সিআইপি নির্বাচিত হয়েছিলেন তিনি।
দৈনিক পূর্বদেশ সম্পাদক ও স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালত মুজিবুর রহমান একাধিকবার সিআইপি (শিল্প) ও সিআইপি (বাণিজ্য) নির্বাচিত হয়েছিলেন।
ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি ওনার পিতা মাস্টার নজির আহমদের নামে ‘নজির আহমদ ট্রাস্ট’ গঠন করে বাঁশখালীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক পূর্বদেশ এর সম্পাদক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুজিবুর রহমান সিআইপি নজির আহমদ ট্রাস্টের মাধ্যমে চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক পূর্বদেশ পত্রিকা, মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ, আম্বিয়া খাতুন মহিলা ক্যাডেট দাখিল মাদ্রাসা, মাস্টার নজির আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুবেদা খাতুন এতিম ও হাফেজখানা প্রতিষ্ঠা করেছেন এবং অসংখ্য মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।
এছাড়াও এ ট্রাস্টের মাধ্যমে স্কুল, কলেজ ও মাদ্রাসার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের প্রতিবছর বিনামূল্যে বই বিতরণ, শিক্ষা উপকরণ, শিক্ষাবৃত্তি, চিকিৎসাভাতা দেওয়া হচ্ছে। যা শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছে। শিক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নেও কাজ করে যাচ্ছেন। এছাড়াও বাঁশখালীর সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মুজিবুর রহমান সিআইপি।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এসবি/টিসি