শ্রেয়সী সেন্ট যোসেফস স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।
চট্টগ্রাম: নগরের পাথরঘাটায় রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে এবার কুমারী পূজায় মায়ের আসনে বসানো হয়েছে সাত বছরের শ্রেয়সী বিশ্বাস তাথৈকে।
শ্রেয়সী সেন্ট যোসেফস স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।
তিনি বাংলানিউজকে বলেন, হিন্দু শাস্ত্র মতে ১-১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষণা যেকোনো বর্ণের ও গোত্রের কুমারীকে পূজা করার কথা বলা হয়েছে।
পূজারী ছিলেন পণ্ডিত বাবলা চক্রবর্তী ও তন্ত্রধারে ছিলেন জুয়েল নাথ।
শ্রেয়সী দেওয়ানজী পুকুর পাড়ের শ্যামল কুমার বিশ্বাস ও তনিমা বিশ্বাস টিনার মেয়ে। মেয়েকে কুমারী পূজার আসনে বসানোতে তারা পরম সৌভাগ্যবান বলে জানান।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এআর/টিসি