ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মোবাইল অ্যাপ্লিকেশন কনটেস্টে বিজয়ী প্রিমিয়ার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
মোবাইল অ্যাপ্লিকেশন কনটেস্টে বিজয়ী প্রিমিয়ার মোবাইল অ্যাপ্লিকেশন কনটেস্টে চ্যাম্পিয়ন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম: ননী সফটেক অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন কনটেস্টে ১১টি পদক পেয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

ননী সফটেক লিমিটেড আয়োজিত প্রতিযোগিতায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মোতাহার হোসেন ‘ইজি রাইড’ ও অনন্যা পালিত মৌ ‘অ্যালিমেন্টারি অ্যাডুকেশন’ প্রজেক্ট প্রদর্শন করে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়।

এছাড়া আমিনুর রহমান ‘অ্যান্ড্রসিক্স’ ও আবু সুফিয়ান ‘পাজেল গেম’ প্রজেক্ট প্রদর্শন করে যৌথভাবে ১ম রানার আপ এবং ম্যাগনোলিয়া বিশ্বাস ‘স্টুডেন্ট ওয়ার্ল্ড’ প্রজেক্ট প্রদর্শন করে ২য় রানার আপ হন।

 

মনজুর মোর্শেদ তানজিল ‘ট্রাভেল গাইড’ প্রজেক্ট প্রদর্শন করে ৪র্থ, ইফরান আলী সাকিব ‘রেস্টুরেন্ট মেনু’ প্রজেক্ট প্রদর্শন করে ৮ম, উম্মে তাসলিমা নাদিয়া ‘মিউজিক অ্যাপ’ প্রজেক্ট প্রদর্শন করে ১১তম, ফারজানা সুলতানা ‘ফার্নিচার শপ উইথ ডিজাইন’ প্রজেক্ট প্রদর্শন করে ১৪তম, তানজিমা মীম নূর ‘পকেট টিভি’ প্রজেক্ট প্রদর্শন করে ১৬তম এবং তন্ময় বড়ুয়া ‘ব্লাড ডোনেট’ প্রজেক্ট প্রদর্শন করে ১৭তম স্থান অর্জন করেন।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে প্রবর্তক মোড় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ভবনে উপাচার্য কার্যালয়ে বিজয়ী শিক্ষার্থীরা উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের সাথে সাক্ষাত করেন।

ড. অনুপম সেন তাদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মিনহাজ হোসাইন, প্রভাষক খালেদ সাইফুদ্দিন হামিম ও ফয়সাল আহমেদ।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।