মঙ্গলবার (১৮ ডিসেম্বর) নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, মেয়র আ জ ম নাছির উদ্দীন ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের উপস্থিতিতে এ বৈঠক হয়। বুধবার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে চট্টগ্রামের ভোটারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের প্রস্তুতি উপলক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, দিদারুল আলম, মাহবুবুল হক সুমন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবদুল মান্নান ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।
আ জ ম নাছির উদ্দীন বাংলানিউজকে বলেন, নগরের তিনটি এবং শহরতলির তিনটি (আংশিক) মিলে মোট ছয়টি আসন আমরা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব।
যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সফল করার লক্ষ্যে আমরা বৈঠক করেছি। মুক্তিযুদ্ধের চেতনা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করছি আমরা।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
টিসি