রোববার (২৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নৌকা প্রতীকের প্রাথী সামশুল হক চৌধুরীর সমর্থনে পটিয়ার শান্তিরহাটে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বিএনপি এখন একটি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল।
তিনি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ সমৃদ্ধশালী হয়। আজ সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশের মত একটি দরিদ্র রাষ্ট্রকে গত ১০ বছরে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম বলে বেড়াচ্ছেন ৩০ ডিসেম্বর নাকি তারা ভোটের মাধ্যমে বেগম জিয়াকে বের করে আনবেন ও তারেক জিয়াকে দেশে ফেরাবেন। তাদের কাছে আমাদের প্রশ্ন দুর্নীতির দায়ে বেগম জিয়া ও তারেক জিয়া আদালতে সাজাপ্রাপ্ত হয়েছেন। আদালতের বাইরে তারা কীভাবে তাদের মুক্তি দাবী করতে পারেন?’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন নৌকা প্রতীকের প্রাথী সামশুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ, ডা. তিমির বরণ চৌধুরী, বিজন চক্রবর্তী, নাছির আহমদ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ উপ-কমিটির সদস্য নাজমুল করিম চৌধুরী শারুন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এসকে/টিসি