ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ আজিম উল্লাহ বাহারের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ আজিম উল্লাহ বাহারের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ আজিম উল্লাহ বাহারের

চট্টগ্রাম: ফটিকছড়িতে নির্বাচনী প্রচারণায় সরকারদলীয় সমর্থকরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার চৌধুরী।

রোববার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

আজিম উল্লাহ বাহার বলেন, ফটিকছড়ির মো. তকির হাট বাজার এলাকায় গণসংযোগকালে হঠাৎ সরকারদলীয় সমর্থকরা এসে হামলা চালায়।

এসময় নিজে একজন প্রার্থী বললে, তারা আরও বেপরোয়া হয়ে যায়। তারা আমার ওপরও হামলা চালায়।
হামলায় আমাদের ৪০জন নেতাকর্মী আহত হয়েছে।

তিনি বলেন, পুলিশ আমাদেরকে নিরাপত্তা না দিয়ে উল্টো ১১জন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। আমরা বিষয়টি জেলা পুলিশ সুপারের কাছে জানিয়েছি। নির্বাচনের দিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কাছে দাবি জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল নোমান।

তিনি বলেন, নির্বাচন করা অসম্ভব হয়ে পড়ছে। সারাদেশে কর্মীদের গায়েবি মামলায় গ্রেফতার করা হচ্ছে। এ যদি অবস্থা হয়, তবে দেশের অবনতি হবে। একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারা ব্যাহত হবে।  

 বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।