রোববার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
আজিম উল্লাহ বাহার বলেন, ফটিকছড়ির মো. তকির হাট বাজার এলাকায় গণসংযোগকালে হঠাৎ সরকারদলীয় সমর্থকরা এসে হামলা চালায়।
তিনি বলেন, পুলিশ আমাদেরকে নিরাপত্তা না দিয়ে উল্টো ১১জন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। আমরা বিষয়টি জেলা পুলিশ সুপারের কাছে জানিয়েছি। নির্বাচনের দিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কাছে দাবি জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল নোমান।
তিনি বলেন, নির্বাচন করা অসম্ভব হয়ে পড়ছে। সারাদেশে কর্মীদের গায়েবি মামলায় গ্রেফতার করা হচ্ছে। এ যদি অবস্থা হয়, তবে দেশের অবনতি হবে। একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারা ব্যাহত হবে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
জেইউ/টিসি