চট্টগ্রামের উন্নয়নে প্রতিশ্রুতি দিলেন প্রার্থীরা
নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
‘নান্দনিক চট্টগ্রাম’ এর আলোচনা অনুষ্ঠানে অতিথিরা।
চট্টগ্রাম: চট্টগ্রামের উন্নয়ন মানে দেশের উন্নয়ন। তাই এই অঞ্চলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিতে হবে।
রোববার (২৩ ডিসেম্বর) ইনফোটেনমেন্ট সাময়িকী ‘নান্দনিক চট্টগ্রাম’ এর আয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ অভিমত ব্যক্ত করেছেন।
‘আমাদের নির্বাচন, আমাদের প্রত্যাশা শিরোনামে’ অনুষ্ঠানে অংশ নেন বেশ ক’জন প্রার্থী ও সুশীল সমাজের প্রতিনিধি।
উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।
" src="https://www.banglanews24.com/media/imgAll/2018October25/bg/pic-bg20181224103928.jpg" style="margin:1px; width:100%" />নান্দনিক চট্টগ্রাম সম্পাদক তাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর নির্বাচন সমন্বয়কারী অ্যাডভোকেট বদরুল আনোয়ার, চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবিনা খাতুন সাব্বি, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, সমাজকর্মী জেসমিন সুলতানা পারু, ক্যাব সহ সভাপতি নাজের হোসাইন, কারা পরিদর্শক আব্দুল মান্নান, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, পূর্বকোণের সিনিয়র সাব এডিটর ডেইজি মওদুদ, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের যুগ্ম সম্পাদক রুনা আনসারী, রি্হ্যাব নেতা আব্দুল গাফফার মিয়াজি সহ বিশিষ্টজনরা।
আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মূল কার্যালয় চট্টগ্রামের বাইরে চলে গেছে। এতে এখানকার মানুষকে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। নির্বাচনে জয় পেলে চট্টগ্রামের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন তিনি। ইভিএম নিয়ে বিভ্রান্ত না হয়ে ভোটারদের ভোট কেন্দ্রে যাবার অনুরোধ করেন নওফেল।
বিএনপি প্রার্থী আবু সুফিয়ান বলেন, একটি কঠিন পরিস্থিতির মধ্যে দল নির্বাচনে অংশ নিচ্ছে। প্রচার চালাতে গিয়ে হামলার স্বীকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তরুণদের উদ্দেশ্যে আবু সুফিয়ান বলেন, আগামি নির্বাচনে সঠিক নেতৃত্ব বেছে নিতে তরুণরা ভুল করবে না।
ডা. শাহাদাত হোসেনের নির্বাচন সমন্বয়কারী অ্যাডভোকেট বদরুল আনোয়ার বলেন, এই আসনে একটি দলের প্রার্থী যখন মাঠ দাপিয়ে বেড়াচ্ছে তখন বিএনপি প্রার্থী কারাগারে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থীকেই মানুষ বিজয়ী করবে বলে আশাবাদী তিনি।
একমাত্র মহিলা প্রার্থী চট্টগ্রাম-১০ আসনের সাবিনা খাতুন সাব্বি নির্বাচনে বিজয়ী হলে নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য কাজ করে যাবেন বলে জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন প্রার্থীরা।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এসি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।