রোববার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় পৌরসদরের দক্ষিণ বাইপাসে পৌর আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে নৌকার প্রার্থী দিদারুল আলম এসব কথা বলেন।
পৌর মেয়র বদিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ জে এম হোসেন লিটনের পরিচালনায় কর্মী সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাক, সহ-সভাপতি গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগ নেতা কাউন্সিলর জুলফিকার আলী শামীম, শফিউল আলম মুরাদ, মাঈমুন উদ্দিন মামুন, মেজবাহ উদ্দিন চৌধুরী, মফিজুর রহমান, নাজিম উদ্দিন কনক, পৌর কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু, আনোয়ার হোসেন ভূঁইয়া, মাসুদ হোসেন, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর, দিদারুল আলম এপোলো, মোফাক্কর চৌধুরী, মো. শাহজাহান, জাহেদ চৌধুরী ফারুক, ইব্রাহীম বাবুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এসি/টিসি