ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডের মানুষের কল্যাণে কাজ করছি: দিদারুল আলম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
সীতাকুণ্ডের মানুষের কল্যাণে কাজ করছি: দিদারুল আলম সীতাকুণ্ডে পৌর আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে বক্তব্য দেন দিদারুল আলম

চট্টগ্রাম: সীতাকুণ্ডের মানুষের ভালোবাসা ও আস্থাকে পুঁজি করে এখানকার সর্বস্তরের মানুষের কল্যাণে, উন্নয়নে সকাল থেকে গভীর রাত অবধি বিরামহীন কাজ করছি। বংশ পরম্পরায় আমার পরিবার মানুষের কল্যাণে নিবেদিত। আমিও নিজের কষ্টার্জিত অর্থ-সম্পদ সীতাকুণ্ডের দুখী, অসহায়, দরিদ্র মানুষের জন্য অকাতরে ব্যয় করছি। 

রোববার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায়  পৌরসদরের দক্ষিণ বাইপাসে পৌর আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে নৌকার প্রার্থী দিদারুল আলম এসব কথা বলেন।

সীতাকুণ্ডে পৌর আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশপৌর মেয়র বদিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ জে এম হোসেন লিটনের পরিচালনায় কর্মী সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাক, সহ-সভাপতি গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগ নেতা কাউন্সিলর জুলফিকার আলী শামীম, শফিউল আলম মুরাদ, মাঈমুন উদ্দিন মামুন, মেজবাহ উদ্দিন চৌধুরী, মফিজুর রহমান, নাজিম উদ্দিন কনক, পৌর কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু, আনোয়ার হোসেন ভূঁইয়া, মাসুদ হোসেন, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর, দিদারুল আলম এপোলো, মোফাক্কর চৌধুরী, মো. শাহজাহান, জাহেদ চৌধুরী ফারুক, ইব্রাহীম বাবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।