চতুর্থ পর্যায়ের ত্রাণ সহায়তার এই চালানে রয়েছে দুই লাখ ২৫ হাজার কম্বল, দুই লাখ উলের সোয়েটার ও পাঁচশ সৌর সড়কবাতি।
সোমবার (২৪ ডিসেম্বর) থেকে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কর্তৃক কক্সবাজারের ক্যাম্পসমূহে এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে।
২০১৭ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া এ কার্যক্রমের অংশ হিসেবে ভারত সরকার 'অপারেশন ইনসানিয়াতের' অধীনে কক্সবাজার এলাকায় মানবিক সহায়তার প্রথম চালান সরবরাহ করেছিল।
৯৮১ মেট্রিক টন ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, লবণ, রান্নার তেল, চা, নুডলস, বিস্কুট, মশারী ইত্যাদি।
২০১৮ সালের মে মাসে, ভারত ৩৭৩ মেট্রিক টন ত্রাণসামগ্রী সরবরাহ করে। যার মধ্যে ছিল ১০৪ মেট্রিক টন গুঁড়ো দুধ, ১০২ মেট্রিক টন শুটকি, ৬১ মেট্রিক টন শিশুখাদ্য এবং বর্ষা মৌসুমে ব্যবহারের জন্য ৫০ হাজার রেইনকোট ও ৫০ হাজার জোড়া গামবুট।
২০১৮ সালের সেপ্টেম্বরে তৃতীয় চালানটি সরবরাহ করা হয়, যেখানে ভারত ১.১ মিলিয়ন লিটার সুপার কেরোসিন তেল এবং ২০ হাজার কেরোসিন স্টোভ হস্তান্তর করেছিল।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এসি/টিসি