ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গ্রেফতার হওয়া নেতাকর্মীদের বাসায় আমীর খসরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
গ্রেফতার হওয়া নেতাকর্মীদের বাসায় আমীর খসরু গ্রেফতার হওয়া নেতাকর্মীদের বাসায় আমীর খসরু

চট্টগ্রাম: বিভিন্ন সময়ে গ্রেফতার হয়ে জেলে থাকা নেতাকর্মীদের বাসায় গিয়ে পরিবারের সদসদ্যের সঙ্গে কথা বলেছেন চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে প্রথমে যান নগরের ডবলমুরিং থানা বিএনপির সভাপতি মো. সেকান্দরের বাসায়।

আমীর খসরু এসময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদেরকে সহমর্মিতা জানান।

পরে সেখান থেকে গ্রেফতার হওয়া বিএনপি নেতা জানে আলম, ফরিদ আহমদ ও যুবদল নেতা একরাম সিদ্দিকীর বাসায় যান।  

রোববারও (২৩ ডিসেম্বর) নগর বিএনপির উপদেষ্টা এম এ শুক্কুর, বিএনপি নেতা এম এ মূসা বাবলু ও লোকমান হোসেন বাবুলের বাসায় যান।

খসরু বলেন, হামলা-মামলা, পুলিশি অভিযান ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। প্রচারণায় অংশ নিলেই পুলিশ গ্রেফতার করছে। বিএনপি প্রার্থীদের ওপর হামলা করছে। এরপরও নির্বাচন কমিশনারের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ অবস্থা বন্ধ করতে হবে।  

উপস্থিত ছিলেন সদরঘাট থানা বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম মঞ্জু, বিএনপি নেতা মোস্তফিজুর রহমান মোস্তাক, আবু তাহের, ডবল মুরিং থানা ছাত্রদল নেতা সালাউদ্দিন, রাশেদ, সুমন, রাকিব, হৃদয়, জীবন প্রমুখ।

বাংলাদেশ সময়:১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।