হোটেল সেন্ট মার্টিন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা
চট্টগ্রাম: হোটেল সেন্ট মার্টিন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে হোটেলের কাকলী হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক হাজী এএসএম জাকির হোসেন মিজান। উপস্থিত ছিলেন সামসুল হুদা হিরু, কামরুল হাছান ও সুলতান মো. আলমগীর।
শেয়ারহোল্ডারদের মধ্যে বক্তব্য দেন কামরুল হুদা আফরোজ ও ইঞ্জিনিয়ার আসিফ ইসতিয়াক। শেয়ারহোল্ডাররা সুষ্ঠভাবে হোটেল পরিচালনা করায় পরিচালনা পর্ষদের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
সভায় ২০১৮ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানি অডিটর মো. নুরুল হুদা মন্সুরী, কোম্পানি অ্যাডভাইজার অ্যাডভোকেট মাহবুব রশিদ মন্সুরী ও কোম্পানি সচিব গোলাম সরওয়ার চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
জেইউ/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।