ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআরবি-পশ্চিম বাকলিয়ায় গণসংযোগ নওফেলের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
সিআরবি-পশ্চিম বাকলিয়ায় গণসংযোগ নওফেলের পশ্চিম বাকলিয়ায় গণসংযোগ করেন মহিবুল হাসান চৌধুরী নওফেল

চট্টগ্রাম: নগরের সিআরবি ও পশ্চিম বাকলিয়া এলাকায় গণসংযোগ করেছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে এসব এলাকায় গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘এলাকার উন্নয়নে আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শিক্ষা, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এ এলাকায় অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। এ তাগিদ আমি অনুভব করি।
একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যদি নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে পারি তাহলে আপনাদের পাশে থাকবো। স্থানীয় সরকারের উদ্যোগসমূহকে প্রাধান্য দিয়ে চট্টগ্রামের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবো। ’

মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে প্রচারণায় অংশ নেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, সহ-সভাপতি মমতাজ খান, বিলকিছ কলিমউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।