চট্টগ্রাম জেলায় সংসদীয় আসন ১৬টি। এর মধ্যে নগর ও আশপাশে ৬টি এবং জেলায় ১০টি সংসদীয় আসন রয়েছে।
কোন আসনে কত ভোটার
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ১৬ জন।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯১ হাজার ৬১০ ও নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৮৭৫ জন।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মোট ভোটার ২ লাখ ২ হাজার ৬৩৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ২ হাজার ১৫৫ ও পুরুষ ভোটার ১ লাখ ৪৮০ জন।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ২২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৪৫০ ও নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৭৭৮।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মোট ভোটার ৪ লাখ ৩০ হাজার ১২৪। পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ১৪৮ ও নারী ভোটার ২ লাখ ৮ হাজার ৯৭৬ জন।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৭৬০। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ৮০৯ ও নারী ভোটার ১ লাখ ৩০ হাজার ৯৫১ জন।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ৩৩২। পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ৫৪৩ ও ও নারী ভোটার ১ লাখ ২৯ হাজার ৭৮৯ জন।
চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে মোট ভোটার ৩ লাখ ৯০ হাজার ৪৩১। আসনটিতে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ২০৬ ও নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ২২৫ জন।
চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪০ হাজার ২৫১ ও নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ৬৩ জন।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ভোটার ৫ লাখ ৭ হাজার ৪০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬১ হাজার ৩৭ ও নারী ভোটার ২ লাখ ৪৬ হাজার ৩৭২ জন।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ভোটার ২ লাখ ৮৫ হাজার ৯৬৬। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৩৫১ ও নারী ভোটার ১ লাখ ৩৬ হাজার ৬১৫ জন।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৪৬৬। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৭১৭ ও নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৭৪৯ জন।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ)আসনে ভোটার ২ লাখ ৪৯ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩০ হাজার ৪০২ ও নারী ভোটার ১ লাখ ১৮ হাজার ৬৪১ জন।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে মোট ভোটার ৩ লাখ ৮৮ হাজার ১৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ১৭০ ও নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৯৬৭ জন।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ভোটার ৩ লাখ ৩ হাজার ১২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৪৩৭ ও নারী ভোটার ১ লাখ ৪৪ হাজার ৬৮৬ জন।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এসইউ/টিসি