ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের ১৬টি আসনেই জয়ী মহাজোট

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
চট্টগ্রামের ১৬টি আসনেই জয়ী মহাজোট জয়ী প্রার্থীরা

চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনেই বড় জয় পেয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে চট্টগ্রামের সবকটি আসনেই বড় ব্যবধানে জয়লাভ করেন তারা।

জয়ী প্রার্থীরাযে সব প্রার্থীরা জয় পেয়েছেন:

চট্টগ্রাম-১ আসনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম-২ আসনে সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, চট্টগ্রাম-৩ আসনে মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ আসনে দিদারুল আলম, চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৬ আসনে এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনে ড. হাছান মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনে মইনউদ্দীন খান বাদল, চট্টগ্রাম-৯ আসনে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ আসনে ডা. আফছারুল আমীন, চট্টগ্রাম-১১ আসনে এমএ লতিফ, চট্টগ্রাম-১২ আসনে সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৩ আসনে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১৪ আসনে নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনে আবু রেজা নদভী এবং চট্টগ্রাম-১৬ আসনে মোস্তাফিজুর রহমান চৌধুরী জয় পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমআর/এসকে/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।