পোশাক ডিজাইনারদের সংগঠন ‘ডিজাইনার্স ফোরাম’ এর দশম বর্ষপূর্তি অনুষ্ঠানে ফোরামের সভাপতি চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ এসব কথা বলেন।
সম্প্রতি এ উপলক্ষে আসকার দীঘির পাড় শৈল্পিক অডিটোরিয়ামে বসেছিল চট্টগ্রামের ডিজাইনারদের মিলনমেলা।
এসময় বক্তব্য দেন ডিজাইনার আহমেদ নেওয়াজ, সুব্রত বড়ুয়া রণি, আইভি হাসান, এইচ এম ইলিয়াস প্রমুখ।
তারা বলেন, ‘দেশের উৎসবগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশকে ব্র্যান্ডিং করা এবং পর্যটনের বিকাশ সম্ভব। কার্নিভাল দেখতে মানুষ স্পেন-ব্রাজিলে যায়। যথাযথ প্রচারণা হলে বাংলাদেশের উৎসব দেখতে আগ্রহী হবে বিশ্ববাসী। ’
সহ-সভাপতি ডিজাইনার আইভি হাসান বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, সৃষ্টিশীলতাকে তুলে ধরাই এই ফোরামের লক্ষ্য।
অনুষ্ঠানে বাংলাদেশের সমাজ-জীবনে প্রচলিত উৎসবগুলোর পোশাক নিয়ে ‘উৎসবে দেশ’ ও ‘ব্র্যান্ডিং চিটাগাং ২০১৭’ শিরোনামের ফ্যাশন প্যারেডের ভিডিও প্রদর্শিত হয়, যা ছিল ফোরামের ১৩জন ফ্যাশন ডিজাইনারের করা সৃষ্টিশীল পোশাক পরিচ্ছদ তথ্যচিত্র।
এসময় উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, সাংবাদিক এজাজ মাহমুদ, ডিজাইনার লুৎফা সানজিদা, আমিনা রহমান, মিতা কোরাইশী, সুলতানা নুরজাহান রোজি, মণিদীপা দাশ এবং সালেহ রবি জন।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
এসি/টিসি