তিনি বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি।
সোমবার (৭ অক্টোবর) নগরের দেওয়ানহাট জ্ঞানেশ্বরী কালী মন্দিরে দুর্গা পূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে নওফেল এসব কথা বলেন।
নওফেল বলেন, এ ঘটনায় যারা জড়িত সরকার তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে। কিন্তু একটি মহল এই হত্যাকাণ্ডকে পুঁজি করে সাম্প্রদায়িক রাজনীতি শুরু করে দিয়েছে।
তিনি বলেন, আমরা আবরার ফাহাদ হত্যাকাণ্ডসহ সকল হত্যাকাণ্ডের বিচার চাই। একইসঙ্গে আমরা এই হত্যাকাণ্ডকে পুঁজি করে সাম্প্রদায়িক রাজনীতির নিন্দা জানাই। আমরা সাম্প্রদায়িক রাজনীতির অবসান চাই।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
টিসি