বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে এ উপলক্ষে বসেছিল নগরের বিশিষ্ট ব্যক্তি ও ক্রীড়া ব্যক্তিত্বদের মিলনমেলা।
অনুষ্ঠানে অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে ১ হাজার খেলার মাঠ তৈরি করা হবে।
প্রতিমন্ত্রী টুর্নামেন্টের ট্রফি হস্তান্তর করেন ভেন্যুর আহ্বায়ক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে। এ সময় টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির সদস্যসচিব এবং জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এবং টুর্নামেন্টের চিফ কো-অর্ডিনেটর সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস প্রমুখ।
এবারের টুর্নামেন্টের লক্ষ্যে দলগঠন করেছে বাংলাদেশের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও আয়োজক চট্টগ্রাম আবাহনী, ভারতের মোহনবাগান এসি ও চেন্নাই সিটি এফসি, মালয়েশিয়ার টেরেঙ্গানু এফসি, মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব ও লাওসের ইয়াং এলিফ্যান্টস এফসি। সর্বশেষ এ তালিকায় যুক্ত হতে যাচ্ছে ভারতের কেরালার নাম।
মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় এমএ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে শেখ কামাল ইন্টারন্যাশনাল ফুটবল ক্লাব কাপ ২০১৯ এর। ৩০ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এআর/টিসি