৫টি দেশের ৮ ক্লাবের অংশগ্রহণে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩০ অক্টোবর হবে ফাইনাল খেলা।
এবারের টুর্নামেন্টের লক্ষ্যে দল গঠন করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও আয়োজক চট্টগ্রাম আবাহনী, ভারতের মোহনবাগান এসি ও চেন্নাই সিটি এফসি, মালয়েশিয়ার টেরেঙ্গানু এফসি, মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব ও লাওসের ইয়াং এলিফ্যান্টস এফসি। সর্বশেষ এ তালিকায় যুক্ত হতে যাচ্ছে ভারতের কেরালা।
এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’তে আনা হয় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের ট্রফি।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল টুর্নামেন্টের ট্রফি হস্তান্তর করেন ভেন্যুর আহ্বায়ক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে।
এদিকে টুর্নামেন্টে দর্শক টানতে নগরের ৪১টি ওয়ার্ডের পাশাপাশি বিভিন্ন উপজেলায়ও প্রচারণা চালানো হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, মাত্র ১০ টাকার টিকিটে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা।
এ টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির সদস্য সচিব জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এবং টুর্নামেন্টের চিফ কো-অর্ডিনেটর সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।
২০১৫ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল চট্টগ্রাম আবাহনী। ২০১৭ সালে দ্বিতীয় আসরে শিরোপা জিতেছিল মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টস।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এসএস/এসি/টিসি