ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ওমরাহ যাত্রীর কাছে ১১ হাজার ইয়াবা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
ওমরাহ যাত্রীর কাছে ১১ হাজার ইয়াবা ...

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিগামী এক যাত্রীর কাছ থেকে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে নিরাপত্তা বিভাগ। মো. ইউনুস নামের ওই যাত্রীর গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রায়ছটা ইউনিয়নে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টায় এয়ার এরাবিয়া জি-৫২৭ ফ্লাইট যোগে সারজাহ হয়ে জেদ্দা যাচ্ছিলেন তিনি।

বিমানবন্দরে প্রথম চেকিং পার হয়ে স্ক্যানিং মেশিনে ওই যাত্রীর ট্রলি ব্যাগে ইয়াবা ধরা পড়ে।

পরে ব্যাগ থেকে থেকে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মো. ইউনুসের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করে পতেঙ্গা থানা পুলিশের কাছে সোর্পাদ করা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সরওয়ার-ই-জামান বাংলানিউজকে বলেন, জিজ্ঞাসাবাদে ওমরাহ পালনের জন্য যাচ্ছিলেন বলে জানিয়েছেন ওই যাত্রী। আমাদের ধারণা নজরদারির বাইরে থাকবেন আশা করে তিনি ইয়াবা পাচারের জন্যই এ পথ বেছে নিয়েছিলেন।

কঠোর নজরদারি, তল্লাশির কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বহির্বিশ্বে মাদকদ্রব্য পাচার শূন্যের কোটায় পৌঁছেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়:  ১৮০৬  ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।