ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

প্রাইভেট কারের ধাক্কায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, ডিসেম্বর ২৫, ২০১৯
প্রাইভেট কারের ধাক্কায় শিশুর মৃত্যু

চট্টগ্রাম: প্রাইভেট কারের ধাক্কায় তাসনিয়া আক্তার নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নগরের বায়েজিদ এলাকার কুঞ্জছায়া আবাসিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবার পিছন পিছন ঘর থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লাগে।

এতে গুরুতর আহত হয় মেয়েটি। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত তাসনিয়াকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।