ফনি ভূষণ দাশ গুপ্ত
চট্টগ্রাম: রাউজান রাস বিহারী ধামের সাবেক সভাপতি ও দাতা সদস্য ফনি ভূষণ দাশ গুপ্ত (৯০) আর নেই।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে নগরের জামালখানে পারিবারিক বাসায় বার্ধক্যজনিত রোগে তিনি মৃত্যুবরণ করেন।
ফনি ভূষণ দাশ গুপ্ত পল্লি চিকিৎসক হিসেবে এলাকায় জনপ্রিয় ছিলেন।
প্রায় ৫৫ বছর ধরে এলাকায় চিকিৎসা সেবার সঙ্গে জড়িত ছিলেন তিনি।
বিকেলে রাউজান রাস বিহারী ধাম মহাশ্মশানে ফনি ভূষণ দাশ গুপ্তের শেষকৃত্য হয়।
তার মৃত্যুতে রাউজানের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এমআর/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।