বুধবার (০১ জানুয়ারি) সকাল ১১টায় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারাদেশের মতো আমরাও বই উৎসব পালন করছি।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান সিদ্দিক, জেলা শিক্ষা অফিসার মো. জসিম উদ্দিন, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহেদা্ আক্তার।
প্রসঙ্গত, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে জেলার ৬ হাজার ৪৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ লাখ ৫ হাজার ৯৬৩ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এমএম/এসি/টিসি