ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

চট্টগ্রাম: সারাদেশের মতো নগরের প্রতিটি স্কুলে পালন করা হচ্ছে বই উৎসব। ইংরেজি নববর্ষের প্রথম দিন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা।

বুধবার (০১ জানুয়ারি) সকাল ১১টায় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারাদেশের মতো আমরাও বই উৎসব পালন করছি।

চট্টগ্রামে প্রায় ২ কোটি ৩ লাখ বই আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছি। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা খুবই খুশি।
আগামী দিনগুলোতেও যেন এ কার্যক্রম অব্যাহত থাকে, সে আশা করছি। শিক্ষার্থীরা বই পড়ে মানুষের মতো মানুষ হবে, এটাই আমাদের প্রত্যাশা।

বই উৎসব।  ছবি: উজ্জ্বল ধরবিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান সিদ্দিক, জেলা শিক্ষা অফিসার মো. জসিম উদ্দিন, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহেদা্ আক্তার।

প্রসঙ্গত, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে জেলার ৬ হাজার ৪৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ লাখ ৫ হাজার ৯৬৩ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।