ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাড়ে ৭ হাজার ইয়াবাসহ ২ বিদেশি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৫, জানুয়ারি ৫, ২০২০
সাড়ে ৭ হাজার ইয়াবাসহ ২ বিদেশি আটক

চট্টগ্রাম: নগরে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ দুই বিদেশি ও এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৩ জানুয়ারি)  রাত দেড়টার দিকে নগরের শাহ আমানত ব্রিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-  পশ্চিম আফ্রিকার দেশ ঘানার নাগরিক ফ্রাংক ও রিচার্ড।

আরেকজন বাংলাদেশি মো. মাসুদ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ওই দুই বিদেশি নাগরিককে আটক করা হয়।

মামলা শেষে তাদের আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০

এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।