ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফুলকলি-ওয়েল ফুডকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
ফুলকলি-ওয়েল ফুডকে জরিমানা ফুলকলি ও ওয়েল ফুডের লোগো

চট্টগ্রাম: ইটিপি অকার্যকর রেখে প্রতিষ্ঠান পরিচালনা করে পরিবেশ দূষণের দায়ে ওয়েল ফুড (প্রা.) লিমিটেড ও মেসার্স ফুলকলি অ্যান্ড কোং লিমিটেডকে ৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বুধবার (৫ ফেব্রুয়ারি) শুনানি শেষে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ আদেশ দেন।

ফুলকলি, ওয়েল ফুল ছাড়াও বিভিন্নভাবে পরিবেশ দূষণের দায়ে আরও ১৬টি প্রতিষ্ঠানকে ১৭ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক নাজিম উদ্দিন শেখ বাংলানিউজকে বলেন, ইটিপি অকার্যকর রেখে প্রতিষ্ঠান পরিচালনা করে পরিবেশ দূষণের দায়ে ওয়েল ফুড (প্রা.) লিমিটেড ও মেসার্স ফুলকলি অ্যান্ড কোং লিমিটেডকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আরও ১৬টি প্রতিষ্ঠানকে ১৭ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

যেসব প্রতিষ্ঠানের ইটিপি অকার্যকর ও প্রতিষ্ঠানের ছাড়প্রত্র নেই তার ঠিক করতে আদেশ দেওয়া হযেছে বলে জানান নাজিম উদ্দিন শেখ।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।