মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন বলে জানান তিনি।
তিনি বাংলানিউজকে বলেন, সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বিআইটিআইডিতে পাঠানো হয়।
তিনি আরও বলেন, রোগীটি আগে থেকেই ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সেই সঙ্গে হাঁপানিও ছিল। তাই তাকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার কোনো জ্বর বা সর্দি ছিল না।
প্রসঙ্গত, গত চব্বিশ ঘণ্টায় ৬টি নমুনা পরীক্ষা করা হয় বিআইটিআইডিতে। এখন পর্যন্ত ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, ৩১ মার্চ ২০২০
এমএম/টিসি