সোমবার (২০ এপ্রিল) দুপুর থেকে বালুচড়া বাজার ও বটতলী বাজারের ব্যবসায়ীরা কুলগাঁও সিটি করপোরেশন স্কুল মাঠে বসেন।
সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশে উত্তর জোনের উপ-কমিশনার বিজয় বসাকের তত্ত্বাবধানে বায়েজিদ থানা পুলিশ এ বাজার বসতে সহযোগিতা করে।
সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার বাংলানিউজকে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বালুচড়া বাজার ও বটতলী বাজার কুলগাঁও সিটি করপোরেশন স্কুল মাঠে বসানো হয়েছে।
পুলিশের তত্ত্বাবধানে অস্থায়ী এ বাজারের কার্যক্রম চলমান থাকবে বলে জানান পুলিশ কর্মকর্তা পরিত্রান তালুকদার।
বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
এসকে/টিসি