ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বায়েজিদে গ্রেফতার তিন ছিনতাইকারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০২০
বায়েজিদে গ্রেফতার তিন ছিনতাইকারী তিন ছিনতাইকারী।

চট্টগ্রাম: নগরের বায়েজিদ থানাধীন চা বোর্ডের সামনে ছিনতাইয়ের ঘটনার পর অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ।  

ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন, নগদ ৩ হাজার টাকা, একটি অস্ত্র, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি ছোরা, ২০০ পিস ইয়াবা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

বৃহস্পতিবার (০১ অক্টোবর) তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয় পুলিশের পক্ষ থেকে।  

তিন ছিনতাইকারী হলো- মো. সাহেদুল ইসলাম (২৫), মো. শাকিল হোসেন প্রকাশ রনি (২১) ও মো. সোহেল রানা (২২)।

 

এদের মধ্যে মো. সাহেদুল ইসলামের বিরুদ্ধে চারটি মামলা ও মো. শাকিল হোসেন প্রকাশ রনির বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার বাংলানিউজকে বলেন, ২৯ সেপ্টেম্বর রাতে বায়েজিদ থানাধীন চা বোর্ডের সামনে ছিনতাইয়ের শিকার হন মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।  

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২০
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।