ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অজ্ঞাত রোগী শনাক্তে হাসপাতালে বায়োমেট্রিক সিস্টেম চালুর আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
অজ্ঞাত রোগী শনাক্তে হাসপাতালে বায়োমেট্রিক সিস্টেম চালুর আহ্বান

চট্টগ্রাম: অজ্ঞাত রোগী শনাক্তে হাসপাতালগুলোতে বায়োমেট্রিক সিস্টেম চালুর আহ্বান জানিয়েছেন সাইফুল ইসলাম নেসার।

‘অজ্ঞাত রোগীর বন্ধু’ খ্যাত এই ব্যক্তি মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর এ বিষয়ে একটি আবেদন জানান।

 

এতে তিনি বলেন, বিভিন্ন দুর্ঘটনা বা অজ্ঞান পার্টির কবলে পড়ে হাসপাতালগুলোতে প্রতিদিন অজ্ঞাত রোগী ভর্তি হয়। এসব অজ্ঞাত রোগীর পরিচয় শনাক্ত করা হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের জন্য খুবই কষ্টসাধ্য।

‘হাসপাতালে বায়োমেট্রিক সিস্টেম চালু হলে অজ্ঞাত রোগীর আংগুলের ছাপ নিয়ে খুব দ্রুত পরিচয় শনাক্ত করা যাবে। এতে করে স্বজনরা হারিয়ে যাওয়া প্রিয় মানুষকে ফিরে পাবে। ’

তিনি আরও বলেন, হাসপাতালের দায়িত্বরত ডাক্তার, নার্স, মেডিক্যালে দায়িত্বরত পুলিশ বাহিনী সবাইকেই অজ্ঞাত রোগী নিয়ে বিড়ম্বনায় পরতে হয়। তাছাড়া মর্গে আসা অজ্ঞাত মরদেহ নিয়ে জটিলতা প্রতিদিনেরই চিত্র।

‘এটি একটি জাতীয় সমস্যা। সরকারের আন্তরিকতাই পারে এই সমস্যার স্থায়ী সমাধান দিতে। ’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, পোর্ট ল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।