ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোকালয়ে এসে হাতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
লোকালয়ে এসে হাতির মৃত্যু ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: লোহাগাড়ায় লোকালয়ে এসে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। তবে কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

 

সোমবার (২৩ নভেম্বর) সকালে বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানির গ্রামের একটি বিলে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।  

বড়হাতিয়া চাকফিরানি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রফিক উদ্দীন বাংলানিউজকে বলেন, সকালে হাতিটিকে আশ্রয়ণ প্রকল্প এলাকায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে বন বিভাগের কর্মকর্তারা এসে হাতিটি দেখে যায়। কি কারণে হাতির মৃত্যু হয়েছে তা জানতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি।  

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে রোববার (২২ নভেম্বর) মধ্যরাতে হাতিটির মৃত্যু হতে পারে। চাকফিরানির ওই আশ্রয়ণ প্রকল্প এলাকায় গত বছরও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্যহাতি মারা যায়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসেন বাংলানিউজকে বলেন, বন্যহাতির মৃত্যুর ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন এক বন কর্মকর্তা। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে।  

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad