ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হাজারী গলির ৯ ফার্মেসিকে ১ লাখ ৩৯ হাজার জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, নভেম্বর ২৪, ২০২০
হাজারী গলির ৯ ফার্মেসিকে ১ লাখ ৩৯ হাজার জরিমানা

চট্টগ্রাম: নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রির দায়ে নগরের হাজারী গলির ৯ ফার্মেসিকে ১ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রামে ওষুধের পাইকারি বাজার হাজারী গলিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।

ওষুধ প্রশাসন অধিদফতরের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম এবং সুরাইয়া ইয়াসমিন।

অভিযানে অংশ নেন ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক হোসাইন মো. ইমরান।

অভিযানে নকল গ্লিসারিন উৎপাদন কারায় পিকে সার্জিক্যালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভেজাল, মেয়াদোত্তীর্ণ, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রির দায়ে ৮টি ফর্মেসিকে ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।