ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অসাধুরাই রাজনীতির মাধ্যম হিসেবে ধর্ম ব্যবহার করে: নাছির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, ডিসেম্বর ১৮, ২০২০
অসাধুরাই রাজনীতির মাধ্যম হিসেবে ধর্ম ব্যবহার করে: নাছির

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পৃথিবীতে অল্প দিনের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। যাওয়ার সময় কিছুই নিয়ে যেতে পারব না।

তাই যতদিন পৃথিবীতে আছি ততদিন মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে হবে।

তিনি বলেন, প্রত্যেক ধর্মেই মানব সেবার কথা বলা হয়েছে।

মানব সেবাকেই প্রকৃত ইবাদত বলা হয়েছে। ধর্মের মধ্য দিয়েই মানবতার জয়গানের নির্দেশনা দেয়া হয়েছে। অথচ প্রত্যেক সম্প্রদায়ে কিছু কিছু উগ্র গোষ্ঠী ধর্মকে রাজনৈতিক স্বার্থ হাসিলের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে।  

‘কিন্তু ধর্মীয় প্রকৃত নির্দেশনা মেনে চললে কোনো মানুষের পক্ষেই এসব অনৈতিক কাজ করা সম্ভব নয়। যুগে যুগে সব ধর্মই জনকল্যাণের মাধ্যম হিসেবে কাজ করেছে। অসাধুরাই রাজনীতির মাধ্যম হিসেবে পবিত্র ধর্মকে ব্যবহার করার অপচেষ্টা চালায় মাত্র। ’যোগ করেন নাছির।  

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে ফিরিঙ্গি বাজার ডা. জাকির হোসেন হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে আল ফালাহ ফাউন্ডেশনের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।  

আল ফালাহ ফাউন্ডেশনের আহ্বায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নগর মহল্লা সর্দার কমিটির সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ সর্দার, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, ব্যবসায়ী আবদুল হাকিম বক্তব্য রাখেন।  

এ সময় সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আওয়ামী লীগ নেতা পুলক খাস্তগীর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইয়াসির আরাফাত, আল-ফালাহ ফাউন্ডেশনের সদস্য জোবায়ের খাকী, ওসমান গণি বাবলু, মো. ফিরোজ, ওসমান গণি মানিক, মো.পারভেজ, মো. হাসান, মো.মহিউদ্দিন, তৌহিদুল ইসলাম, মো.রাহাত, ইশতিয়াক, মো. আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।