চট্টগ্রাম: কিডনি জটিলতায় ভুগছেন বাবা। মা আক্রান্ত হৃদরোগে।
সারাদিন হাসিমুখে নগরের হাজারী গলির দাশগুপ্ত ফার্মেসিতে কাজ করা পটিয়ার সুজন ভট্টাচার্যের মুখে তাই এখন দুশ্চিন্তার ভাঁজ।
কোথায় পাবেন চিকিৎসার টাকা? টাকার অভাবে চিকিৎসা না পেয়েই মৃত্যুবরণ করতে হবে তাকে? এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হাসি হারিয়ে যাচ্ছে সুজনের।
সুজনের ভাই সুমন ভট্টাচার্য বাংলানিউজকে জানান, কিছুদিন আগে সুজনের লিভারের নিচে রক্তনালিতে টিউমার (৩ ইঞ্চি বড়) ধরা পড়ে। দ্রুত অপারেশন না করালে ক্যান্সার হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন চিকিৎসকেরা। এ জন্য প্রয়োজন ৬-৭ লাখ টাকা।
তিনি বলেন, আমাদের পরিবারের পক্ষে এতো টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তশালী সবাই এগিয়ে এলে আমার ভাইয়ের চিকিৎসা করানো সম্ভব হবে। তার মুখে আবার হাসি ফিরে আসবে।
যোগাযোগ: সুমন ভট্টাচার্য, মোবাইল নম্বর: ০১৬৯০০৭৫১৪৬,
হিসাব নম্বর: ১১১৭১২১২৯৯৯২৬২৮, বিকাশ নম্বর: ০১৮৬৬০২৫৯৩১
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
এমআর/টিসি